ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৮ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জন নিহতের ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।    

বুধবার বিকেলে বিদ্যুৎ বিভাগের রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে প্রধান করে এই কমিটি গঠন গঠন করা হয়। 

তাদের তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছে ডেসকো ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিরুল ইসলাম।   

তিনি বলেন, জেলা প্রশাসন ও আমাদের পক্ষ থেকে গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে বলে জানান।

এর আগে তিনি নিহতদের বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।   

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি